অবশেষে কি কাটবে আইএসএল নিয়ে জট? আগামীকাল ফের আলোচনায় ফেডারেশন এবং ক্লাব জোট!

আইএসএলের অচলাবস্থা কাটাতে 'শর্ট টার্ম' এবং 'লং টার্ম' প্রস্তাব দিতে চলেছে ফেডারেশন। গতকাল ফেডারেশনের পক্ষ থেকে আইএফএ-র অনির্বাণ দত্ত এবং জিএফএ(গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন)এর কাইতান ফার্নান্দেজ রাখেন দু ধরনের লীগের প্রস্তাব।

প্রথম প্রস্তাবে ছিলো আমেরিকার মেজর লীগ সরকারের ছোঁয়া, যেখানে বলা হয় ১৪ টি দল কে ২টি কনফারেন্সে ভাগ করে লীগ করা হবে।

বিস্তারিত প্রস্তাব:

১৪ টি দলকে ভাঙ্গা হবে ২টি কনফারেন্সে, ইস্ট এবং ওয়েস্ট।


ইস্ট কনফারেন্সের ম্যাচ গুলি হবে পশ্চিমবঙ্গে এবং ওয়েস্ট কনফারেন্স এর ম্যাচগুলি হবে গোয়ায়।

এমন ভাবে লীগ সাজানো হবে যাতে একটি কনফারেন্সে থাকা প্রতিটা দল প্রথমে নিজেদের মধ্যে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ২টি করে ম্যাচ খেলতে পারে। এরপর গ্রুপের প্রথম ৪টি দল চলে যাবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এবং নীচের তিনটি দল চলে যাবে রেলিগেশন রাউন্ডে।

দুটি কনফারেন্সের প্রথম ৮টি দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল লীগ চ্যাম্পিয়ন হবে। একই ভাবে নীচের ৬টি দল খেলবে রেলিগেশন রাউন্ডে এবং সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দল রেলিগেট হয়ে যাবে পরবর্তী ডিভিশনে‌।

সূত্র মারফত টীম এমবিএফটি জানতে পেরেছে ইস্ট কনফারেন্সের ৭টি দল হিসেবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, জামশেদপুর, ওড়িশা, নর্থ-ইস্ট ইউনাইটেড এবং সদ্য প্রোমোশান পাওয়া ইন্টার কাশী র নাম ভাবা হচ্ছে। বাকি দলগুলি কে ওয়েস্ট কনফারেন্সে ভাবা হচ্ছে বলে খবর।



দ্বিতীয় প্রস্তাব ছিলো একটি 'শর্ট টার্ম' প্রস্তাব।

এখানে বলা হয়েছে একটি 'সিঙ্গেল লেগ' লীগ করা হবে যেখানে প্রতিটা দল ১৩ টি করে ম্যাচ খেলবে যার মধ্যে প্রায় ৫০% ম্যাচ হোম এবং বাকি ম্যাচ অ্যাওয়ে ভিত্তিতে হবে। পুরো লীগ শেষে সর্বাধিক পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন এবং সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দল রেলিগেট হয়ে যাবে।

সূত্র মারফত খবর, প্রথম প্রস্তাব বেশ কিছু ক্লাবের পছন্দ হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। লীগের প্রাথমিক খসড়া তৈরি হলেও ক্লাব গুলি জানতে পারেনি লীগ থেকে তারা কিভাবে মুনাফা পাবে, তাদের কেমন খরচ করতে হতে পারে এবং খেলা কোথায় দেখানো হবে।

ফেডারেশন সূত্রে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি আর দিতে হবে না ক্লাবদের, বরং তারা ম্যাচ আয়োজনের খরচ নিজেদের মধ্যে ভাগ করে নিলেই হবে। এছাড়া তারা দুই রাজ্য সরকারের সাথেও কথা বলবেন ম্যাচ আয়োজনের খরচ কমাতে। আরো বলা হয়েছে লীগ শেষের পর যে লভ্যাংশ পাবে ফেডারেশন, তা ক্লাবগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরগুলোয় ক্লাবেদের আয়ের বড়ো উৎস ছিলো ব্রডকাস্টিং রেভেনিউ! এবছরের লীগের রুপরেখা না আসায় সে ব্যাপারেও কোনো স্বচ্ছতা নেই ফেডারেশনের কাছে।

এমতাবস্থায় খবর, ক্লাবজোট সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আগামীকাল আবার এআইএফএফ-এর সাথে বৈঠকে বসবে তারা, যেখানে চেষ্টা করা হবে সমাধান সূত্রে পৌঁছানোর। MBFT কে ফেডারেশন সূত্রে বলা হয়েছে তারা আশাবাদী জানুয়ারির শেষে লীগ শুরু করার ব্যাপারে, কিন্তু, ক্লাব জোটে কান পাতলে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

আইএসএলের বল কি গড়াবে জানুয়ারিতে? জানতে হলে নজর রাখতেই হবে আগামীকাল দিল্লীর এআইএফএফ ভবনে।

Previous Post Next Post