কেরালার বিরুদ্ধে ISL অভিযান শুরু করতে পারে মোহনবাগান, ডার্বি সম্ভবত ৩ মে!

অবশেষে সম্ভবত চূড়ান্ত হতে চলেছে আইএসএল সূচী। বেশ কয়েকদিন আগেই ISL এর ড্রাফ্ট ফিক্সচার ক্লাবে দের পাঠিয়েছিলো AIFF, তবে, সেই সূচীতে শুরুতেই ডার্বি থাকায় তাতে আপত্তি জানায় মোহনবাগান, ইস্টবেঙ্গল, দুই দলই।

                                    (ছবিতে কেরালার বিপক্ষে জয়সূচক গোল সেলিব্রেট করছেন অ্যালবার্টো)


অবশেষে ক্লাবেদের দাবী মেনে নিয়ে নতুন সূচি তৈরি করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই সূচী অনুযায়ী, মোহনবাগান যুবভারতীতে খেলতে চলেছে ISL এর উদ্বোধনী ম্যাচ।

সব ঠিক থাকলে, আগামী ১৪ ই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামতে চলেছে সের্জিও লোবেরার মোহনবাগান।

সূত্র মারফত খবর, ২৮শে ফেব্রুয়ারি মহামেডানের বিরুদ্ধে 'মিনি ডার্বি' খেলবে মোহনবাগান, তবে ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে মহামেডান ক্লাব। মহামেডান সম্ভবত মিনি ডার্বি খেলবে জামশেদপুরে!

আপাতত পাওয়া তথ্য অনুযায়ী, বড়ো ম্যাচ হতে চলেছে ৩ মে, লীগের একাদশতম রাউন্ডে। অর্থাৎ ডার্বি যে এবারের লীগের বিজেতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা বলাই যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আপাতত মোহনবাগান কেই বড়ো ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোহনবাগানের খসড়া ISL সূচী এরকম:

১৪ই ফেব্রুয়ারি – কেরালা ব্লাস্টার্স এফসি (হোম)
২৩শে ফেব্রুয়ারি – চেন্নাইয়িন এফসি (হোম)
২৮শে ফেব্রুয়ারি – মোহামেডান এসসি (অ্যাওয়ে) (জামশেদপুর)
৬ই মার্চ – ওডিশা এফসি (অ্যাওয়ে)
১৪ই মার্চ – বেঙ্গালুরু এফসি (অ্যাওয়ে)
২০শে মার্চ – মুম্বাই সিটি এফসি (হোম)
৪ঠা এপ্রিল – জামশেদপুর এফসি (অ্যাওয়ে)
১২ই এপ্রিল – পাঞ্জাব এফসি (হোম)
১৭ই এপ্রিল – নর্থইস্ট ইউনাইটেড এফসি (অ্যাওয়ে)
২৩শে এপ্রিল – ইন্টার কাশি এফসি (হোম)
৩রা মে – ইস্ট বেঙ্গল এফসি (হোম)
৯ই মে – এফসি গোয়া (অ্যাওয়ে)
১৭ই মে – এসসি দিল্লি (হোম)

** এই খসড়া সূচী এখনো চূড়ান্ত নয়, পশ্চিমবঙ্গে ভোটের কারণে সূচী'তে বদল আসতে পারে। চূড়ান্ত সূচী জানা যাবে এই সপ্তাহের শেষে।

খেলাগুলি সরাসরি কোথায় দেখা যাবে, তা নিয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।
Previous Post Next Post