EXCL: দুই বছরের চুক্তিতে বাগানে রবসন, কলকাতায় আসছেন সোমবার

দুই বছরের চুক্তিতে বাগানে রবসন, কলকাতায় আসছেন সোমবার


দীর্ঘদিনের অপেক্ষা, তবে, তা কাটিয়ে এবার শহরের পথে রবসন রোবিনহো। জানুয়ারিতেই পাকাপাকি কথা হয়ে গেছিলো, এবং সে খবর আমরা এপ্রিলে পৌঁছে দিয়েছিলাম আপনাদের কাছে। 

২০২২ থেকে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান জাদুকর কে দলে নিতে আগ্রহ দেখিয়ে এসেছে মোহনবাগান। কিন্তু, স্যালারি ক্যাপ না থাকায় প্রতি সিজনেই বিপুল স্যালারির বিনিময়ে রবসন কে দলে রাখতে সক্ষম হয়েছিল কিংস। তবে, গতবছরে বাংলাদেশ ফুটবলে তীব্র ডামাডোলের পর এই সুযোগ হাতছাড়া করতে চায়নি মোহনবাগান। 

জানুয়ারিতে রবসনের সঙ্গে কথা বলে এই মরশুমের জন্য চুক্তি সেরে রেখেছিলো সবুজ মেরুন শিবির। রবসন তৈরিই ছিলেন কলকাতায় এসে তার নতুন দলের সাথে মানিয়ে নিতে। কিন্তু, আইএসএল লীগের ভবিষ্যতের ব্যাপারে দিশা না আসায় কিছুটা বেশি সময় নিলেন এক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট।

সূত্র মারফত খবর, আগামী সোমবার পয়লা সেপ্টেম্বর কলকাতায় পৌঁছবেন এই ব্রাজিলিয়ান। এরপর মেডিক্যাল টেস্ট পাস করলে‌ মোহনবাগানের সাথে একটি ২ বছরের চুক্তিতে সই করবেন ফ্লুমিনেন্সে খেলে আসা এই উইঙ্গার। সূত্রের খবর, দুই পক্ষের কাছেই সুযোগ থাকবে, ডিলটি কে বাড়িয়ে নেওয়ার, যদি তারা সম্মত থাকে। সব ঠিকঠাক চললে আগামী ২ সেপ্টেম্বরের মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিতে চলেছেন রোবিনহো।

Follow MBFT on TwitterFacebookInstagramYoutube, TelegramWhatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!
Previous Post Next Post