মোহনবাগান দিবসকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মত এবছরও রক্তদান শিবিরের আয়োজন করল বারুইপুর মেরিনার্স । MBFT

 

ঊনত্রিশে জুলাই আপামর মোহনবাগানীর কাছে এক অত্যন্ত গর্বের দিন—মোহনবাগান দিবস। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মত এবছরও বারুইপুর মেরিনার্স আয়োজিত করল রক্তদান শিবিরের।

বিপদে আপদে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে ২৮ শে জুলাই বারুইপুরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল বারুইপুর মেরিনার্সের পঞ্চম বর্ষের এই রক্তদান শিবির।

মোহনবাগানের সচিব শ্রীযুক্ত দেবাশিস দত্ত মহাশয় অমর একাদশের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন। উপস্থিত ছিলেন শ্রীমতী সোহিনী মিত্র চৌবে, শ্রীযুক্ত সোমেশ্বর বাগুই, শ্রীযুক্ত সাত্যকি দে এবং অর্থ সচিব শ্রীযুক্ত মুকুল সিনহা মহাশয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত গায়ক, ক্যাকটাস ব্যান্ডের শ্রীযুক্ত অভিজিত বর্মণ ওরফে পটা। তিনি অমর একাদশের মূর্তিতে মাল্যদান করেন এবং নিজের মোহনবাগান প্রেমের কথা তুলে ধরেন।

বিভিন্ন রোগে রক্তের প্রয়োজন, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে এই ক্যাম্প আয়োজিত করা হয়েছে বলে জানানো হয়। আছেন। প্রসঙ্গত ভারতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা প্রায় এক থেকে দেড় লক্ষ। প্রতিবছর ১০ থেকে ১৫ হাজার শিশুর থ্যালাসেমিয়া হয়। এবং বিটা ট্রেইট থ্যালাসেমিয়ার সংখ্যা বহুগুণ বেশী। এই সমস্ত শিশু তথা রোগীদের শরীরের অতিরিক্ত লোহা বা আয়রণ সরানোর জন্য নিয়মিত রক্ত দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না সবক্ষেত্রে। প্রায় ১২০ জন দাতার রক্তদানের মাধ্যমে এই কর্মসূচী সাফল্য লাভ করে।

আমরা, বারুইপুর মেরিনার্স ফ্যান্স ক্লাবের এই উদ্যোগকে সম্মান জানাই এবং ভবিষ্যতে এরকম উদ্যোগ তারা আরো গ্রহণ করে মানুষের পাশে এভাবেই থাকুন, এই শুভকামনা জানাই।

Follow Baruipur Mariners on - FaceBook Instagram Twitter !

Follow MBFT on TwitterFacebookInstagramYoutube, TelegramWhatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!

Previous Post Next Post