পূর্ব বর্ধমান মেরিনার্স গত দু বছরের মতো এ বছরও ঐতিহাসিক মোহনবাগান দিবসের প্রাক্কালে আয়োজিত করল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। ২৮ শে জুলাই বিবেকানন্দ উন্নয়ন সমিতির সহযোগিতায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি আয়োজিত হয়।
সদস্যদের সহযোগিতায় এবং উদ্যোগে ষাট ইউনিট রক্ত এই রক্তদান শিবির থেকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে। দুদিন ব্যাপী কর্মসূচী এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হওয়ার পরে ছিল মোহনবাগানের ভারতসেরা হওয়ার সেলিব্রেশন। ২০২৩-২৪ মরশুমে মোহনবাগান প্রথমবারের জন্য আই এস এল শিল্ড জয় করে ১৫ ই এপ্রিল মুম্বাই সিটি এফসি কে ২-১ গোলে হারিয়ে। তবে পূর্ব বর্ধমান মেরিনার্স এই জয়ের সেলিব্রেশনের দিন হিসেবে মোহনবাগান দিবসের আগের দিনটিকে বেছে নেন।
সদস্যদের জন্য ছিল টিফিন এবং নৈশভোজের ব্যবস্থা। যারা রক্তদান করেছেন তাদের জন্যও ছিল যথোপযুক্ত আহারাদির বন্দোবস্ত।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় সদস্যদের এবং রক্তদাতাদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেকের হাতে একটি করে ছাতা তুলে দেওয়া হয়।
কর্মসূচীর দ্বিতীয় দিনে অর্থ্যাত ঊনত্রিশে জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগানের পতাকা উত্তোলন এবং অমর একাদশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে এই দিনটিকে তাঁরা স্মরণীয় করে রাখছে।
"আমাদের পুজোর শুরু আজ থেকেই। তিলোত্তমার রাজপথ আজ সবুজ মেরুন। লাখো মোহনবাগানীর বাধনহারা আবেগ ঘোরে শহরের অলিগলি। নগরের তোরণ জুড়ে জয়ধ্বজা মোহন ধ্বজা! আজ বিশ্ব বাঙালির স্ট্যাটাস থেকে স্টোরি থেকে ডিপি—সবেতেই আমাদের মোহনবাগান। ঐতিহ্য আর বনেদিয়ানায় মোড়া এক স্বদেশীয় সপ্তমীর সন্ধ্যা আজ", পূর্ব বর্ধমান মেরিনার্সের সদস্য দীপ্তেস রায় মোহনবাগান দিবসের শুভেচ্ছা জানিয়ে একথা বলেন। তিনি এরপর বলেন, "পাশের পাড়া ভাবে দশমী টা কবে? মোহনবাগানি দের দশমী হয়না। তাই তো হাতের দশটা আঙুল কম পরে যায় ট্রফির গুনতি তে। ভালো থেকো মা মোহনবাগান। আজ সবটুকু তোমায় দিলাম মা। আপামর বিশ্ববাসী কে মোহনবাগান দিবসের অনন্ত শুভেচ্ছা।"
পূর্ব বর্ধমান মেরিনার্সের এই সমস্ত সমাজ সচেতনতামূলক উদ্যোগকে, এবং নিজেদের মত করে "মোহনবাগান"কে উদযাপন করাকে টিম MBFT কুর্নিশ জানায়। শুভ মোহনবাগান দিবস। মোহনবাগানিজ্ম ছড়িয়ে পড়ুক।
Follow PBM : Purba Bardhaman Mariners on - FaceBook ; Instagram ; Twitter !
Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!