কেমন ভাবে দল সাজাবেন লোবেরা? একটি বিস্তারিত বিশ্লেষণ

কলমে: স্নেহাশীষ মুখার্জি

ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে সার্জিও লোবেরা দায়িত্ব নিচ্ছেন মোহনবাগান হেড কোচ এর,জোসে মোলিনার জায়গায়!

যারা ভারতীয় ফুটবল কে দীর্ঘদিন ফলো করছেন তাদের কাছে লোবেরা অত্যন্ত পরিচিত একজন নাম। কোনো মোহনবাগান সমর্থক ২০১৯-২০ ফুটবল মরশুম ভুলতে পারবেনা।

হ্যামলিন এর বাঁশিওয়ালা সেই আদরের কিবু দার কোচিংয়ে সেবার মোহনবাগান রেকর্ড মার্জিনে আই লীগ চ্যাম্পিয়ন হয়।সেই একই মরশুমে এফ সি গোয়ার হয়ে আইএসএল শিল্ড জেতেন আরেক স্প্যানিশ কোচ, সার্জিও লোবেরা ! পরের মরশুমে মুম্বাই তে গেলেও তার সাফল্য অব্যাহত থাকে, এবং, সেবার তিনি শুধু শিল্ড নয়, বরং জিতে নেন আইএসএল কাপ টাও!

এবার সার্জিও লোবেরা নিয়ে বিশ্লেষণ করতে বসলে প্রথম যেটা উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে, উনি কিন্তু খুব একটা ' প্র্যাগম্যাটিক ' নন; অর্থাৎ, তিনি বেশ খানিকটা সিস্টেম কেন্দ্রিক, নিজের ফুটবল দর্শনের প্রতি সম্পূর্ণ রূপে কমিটেড!

এবার এটা কি ভালো দিক, নাকি খারাপ?

এটা তো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। তবে বর্তমান মোহনবাগানের প্রেক্ষাপট দেখলে, এটার ভালো দিক হচ্ছে তিনি দল গঠনের সব চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ ' প্রোফাইলিং ' নিয়ে কোনো ধরণের কম্প্রোমাইসে যাবেন না। তার একটা নির্দিষ্ট ফুটবল দর্শন আছে, এবং সেটার জন্য যেমন রিসোর্স দরকার তিনি তেমন ই (খেলোয়াড়দের দলে) নেবেন।

প্রশ্ন হচ্ছে ঠিক কেমন সার্জিও লোবেরার ফুটবল দর্শন?

এক কথায় বলতে পজেশানাল ফুটবল। বলের উপর নিয়ন্ত্রণ রেখে খেলার টেম্পো নির্ধারণ করা পছন্দ করেন।

তিনি কি আক্রমণত্মক মানসিকতার কোচ, নাকি একটু রক্ষণাত্মক? 

এখানেই আসছে মজার টুইস্ট!

কখনো কখনো আক্রমণ টাই রক্ষণের সব চেয়ে ভালো পদ্ধতি এটা আমরা শুনেছি। এখানে ব্যাপার টা এরকম, যে, রক্ষণ কে নির্ভরতা দেওয়ার সব চেয়ে সহজ উপায় ম্যাচের উপর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা।

সেখানেই আসছে লোবেরার প্রিয় ফরমেশন ৪-২-৩-১...

কেমন হবে এই ফরমেশন টা?

বোঝাই যাচ্ছে গোলকিপার এর সামনে থাকছে দুজন স্টপার, দু পাশে দুই সাইড ব্যাক, যাদের আক্রমণত্মক ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।সব চেয়ে প্রয়োজনীয় হচ্ছে ফুটবল এর ভাষায় ' ডাবল পিভট ', অর্থাৎ, ডিফেন্সর সামনের স্ক্রিন যে দুজন সিডিএম।

বলতে গেলে এরাই গোটা খেলা টা নিয়ন্ত্রণ করে!

এখানে সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুজন একে ওপর কে কতটা ভালো কমপ্লিমেন্ট করছে সেটা।

অর্থাৎ, একজন ভালো বল কাড়তে পারলে, অন্যজন কে সেটা দুটো উইং-এ ছড়াতে হবে। একজন এর ওয়ার্ক রেট খুব ভালো হলে, আরেকজন এমন হতে হবে, যে ভীষণ প্রেস রেজিস্টান্ট, এবং, যে শরীর কাজে লাগিয়ে বল কে শিল্ড করতে পারে।

আপুইয়ার পাশে এরম একজন বিদেশী প্রোফাইল এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন। সাইড ব্যাক ওভারল্যাপ করলে, সেই ফাঁকা জায়গা কভারও এই দুজন কে করতে হবে।

এছাড়া থাকছে দুজন উইঙ্গার, যাদের ওয়ার্ক রেট গুরুত্বপূর্ণ। কারণ, ডিফেন্সিভ ট্রাঞ্জিশন এর সময় ৪-৫-১ শেপে আসতে হবে! সাথে, সাইড ব্যাক যখন ওভারল্যাপ করবে, তখন, উইঙ্গার কে ইনভার্টও করতে হবে, এবং, অবশ্যই গোল করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।দলের প্রধান ক্রিয়েটিভ আউটলেট হবে দুজন পিভট এর সামনের সেই নম্বর ১০! এমন একজন, যাকে 'বিটুইন দ্যা লাইন্স' বল ধরতে হবে, ভিশন ভালো হওয়া প্রয়োজন।দরকারে স্ট্রাইকার এর সাথে লিংক আপ করতে হবে,তেমনি প্রয়োজন বুঝে ড্রিফট করে ২ বনাম ১ ওভারলোড করতে হবে; আর, হ্যাঁ, অবশ্যই গোল স্কোরিং জায়গায় নিজেকে আনতে হবে।

এই ফরমেশন এর ক্ষেত্রে স্ট্রাইকার অনেক সময়েই একটু বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ উইঙ্গাররা ওয়াইড থাকে।স্ট্রাইকার এর ব্যক্তিগত দক্ষতা প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে লোবেরার অধীনে।

লোবেরা মানেই কি ৪-২-৩-১ ?

সেরকম নয়! ৪-৩-৩ ও খেলেন উনি, সঠিক প্রোফাইল থাকলে!

সেটা কেমন? এই সিস্টেমে কোনো নম্বর ১০ থাকবেনা।

একজন ৬ থাকবে, সেন্টার অফ দ্যা পার্ক।তার সামনে দুজন ৮; উইঙ্গার রা এখানে মূলত ইনসাইড ফরওয়ার্ড! যে জন্য উল্টো পায়ের প্লেয়ার হতে হবে, অর্থাৎ, বাঁ দিকে ডান পায়ের এবং ডান দিকে বাঁ পায়ের।

এই ফরমেশনে সুযোগ তৈরী এবং খেলার উপর দখল অনেক বেশি থাকে। তবে, সমস্যা হচ্ছে, সাইড ব্যাক রা সঠিক আক্রমণত্মক ভূমিকা পালন করতে ব্যর্থ হলে খেলাটা ভীষণ সেন্ট্রাল হয়ে যায়, এবং এই সিস্টেম কার্যকরী করতে দুজন খুব ভালো ৮ দরকার।

শেষ করবো আমি এই মুহূর্তে কি কি বদল চাই সেই দিয়ে;

দুটি চাইব...

এমন একজন ৮ যে একটু আক্রমণাত্মক,প্রয়োজনে ১০ ও খেলতে পারে, কনোর শিলডস প্রোফাইল! এবং একজন সিডিএম যে প্রয়োজনে সিবি খেলতে পারে, কার্ল ম্যাকহিউ প্রোফাইল বলতে পারেন!কিন্তু এমন কেউ যে অবশ্যই উইথ দ্যা বল ভালো; প্রেস বিট করতে পারবে, সেকেন্ড বল জিতবে এবং খেলাটা ছড়াতে পারবে। আমি মনে করি এই দুটো চেঞ্জ হোলে লোবেরার মোহনবাগান তরতরিয়ে ছুটবে। কি কি ধরণের কম্বিনেশন খেলার সুযোগ খুলবে সেটা ডিটেলে আলোচনা করা যাবে ভবিষ্যতে!


বিশ্লেষণ ভালো লেগে থাকলে লেখক স্নেহাশীষ কে ফলো করতে পারেন ফেসবুকে: স্নেহাশীষ 


Follow MBFT on TwitterFacebookInstagramYoutube, TelegramWhatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!

Previous Post Next Post