আনোয়ার কান্ডের নিষ্পত্তি চেয়ে ফেডারেশন কে চিঠি মোহনবাগানের
'তারিখ পে তারিখ' - হিন্দি সিনেমার এই বহুল জনপ্রিয় লাইনটিই যেনো এখন সত্যি হয়ে গেছে এআইএফএফ-এর আনোয়ার আলী কান্ডে। আজ থেকে প্রায় দেড় বছর আগে মোহনবাগানের চুক্তি বেআইনি ভাবে বাতিল করে ইষ্টবেঙ্গলে সই করেন আনোয়ার। শাস্তি স্বরূপ আনোয়ার কে ৪মাস ব্যান, ইষ্টবেঙ্গল এবং দিল্লী এফসি কে ২টি করে রেজিস্ট্রেশন উইন্ডো ব্যান এবং মোহনবাগান কে ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, রায় দেয় ফেডারেশনের কমিটি। এর পর আদালতের দ্বারস্থ হয় দিল্লী এফসি এবং আদালত নতুন করে পুরো বিষয়টি শোনার আদেশ দেন ফেডারেশন কে।
তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে, ইষ্টবেঙ্গলের হয়ে ডেব্যু করেছেন আনোয়ার, তাকে পর্যদুস্ত করে ডার্বি জিতেছে মোহনবাগান। সাথে আইএসএল ডাবল ও জিতেছে মোহনবাগান! তবে মাঠের বাইরে যখন ই প্লেয়ার স্ট্যাটাস কমিটি বসেছে তখন ই কোনো না কোনো কারণ দেখিয়ে মিটিং এ অনুপস্থিত থেকেছেন আনোয়ারের আইনজীবী।
এছাড়া মোহনবাগান যতবার ই ফেডারেশনে তদ্বির করেছে বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য, ফেডারেশন থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
তবে, গতকাল'ই সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত রায় জানিয়ে দিয়েছে; বলে দেওয়া হয়েছে ২০২৬ পর্যন্ত নিজেদের মেয়াদ পূর্ণ করতে পারবে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
তাই, এবারে আনোয়ার কান্ডের ফায়সালা চেয়ে চাপ বাড়াতে মাঠে নেমে পড়েছে মোহনবাগান। MBFT সূত্র মারফত জানতে পেরেছে, আজ কল্যাণ চৌবে এবং তার কমিটি কে অভিনন্দন জানিয়ে ফেডারেশন কে চিঠি দিয়েছে মোহনবাগান।
মোহনবাগান জানাচ্ছে বিগত দেড় বছরে আনোয়ার আলীর ঘটনায় ৩৪টি সভা ডেকেছে ফেডারেশন, যেখানে মোহনবাগান প্রতিবার ই উপস্থিত থেকেছে, কিন্তু এখনো কোনো সুরাহা হয় নি।
MBFT জানতে পেরেছে, মোহনবাগান এই চিঠিতে ফেডারেশন কে জানিয়েছে "এই মামলার দ্রুত সমাধান সব পক্ষের জন্যই উপযোগী হবে; খেলোয়ারের কল্যাণ, ক্লাবের ন্যয্য অধিকার এবং ফেডারেশনের সুনাম বজায় রাখার জন্য এটি খুবই দরকারি। মোহনবাগান একটি ন্যায্য সমাধান পেতে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত।"
মোহনবাগান থেকে দাবী করা হয়েছে ফেডারেশন যেনো এবারে একটি সময়সীমা নির্ধারণ করে এই ঘটনায়। মোহনবাগান আরো দাবী করেছে, যাতে এই ঘটনার লিখিত ফায়সালা কবে আসবে সেটাও ক্লাব কে জানানো হয়।
ঘটনাক্রম যেভাবে এগিয়েছে, তাতে ফেডারেশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য! কোনো ইস্টবেঙ্গল কর্মকর্তার অঙ্গুলি হেলনেই কি এতোটা দেরি হচ্ছে সিদ্ধান্ত আশায়, সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
মোহনবাগান কর্তৃপক্ষ বিশ্বাসী এই মামলায় তাদের জয় অনিবার্য, তবে, প্রায় দেড় বছর হয়ে যাওয়ায় এই ঘটনার এবারে শেষ দেখতে চায় তারা।
Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!