দ্বিচারিতা ফেডারেশনের, প্রতিবাদ জানালো মোহনবাগান

আগামী ২৫শে অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপের আসর‌। দেশের প্রাথমিক এই কাপ কমপিটিশনে খেলবে আইএসএলের ১২ এবং আই লীগের ৪টি দল। জিতলেই সুযোগ আসবে এএফসি কমপিটিশনে খেলার, তাই, কমপিটিশনে বলা হয়েছে মোহনবাগান এখানে পূর্ণশক্তির দল পাঠাবে।

আজ সেই উপলক্ষ্যেই প্রতিযোগিতায় অংশ নেওয়া দল গুলিকে চিঠি পাঠিয়েছে অংশ ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানে একটি প্রস্তাব দেখে অবাক মোহনবাগান কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে সুপার কাপের প্রথম এগারো'য় ছয়জন বিদেশি কেই খেলাতে পারবে ক্লাবগুলো। এখানেই প্রশ্ন তুলছে মোহনবাগান।

বেশ কয়েকমাস আগে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল ভারতীয় ফুটবলে উঠতি প্রতিভাদের সুযোগ করে দিতে তারা ভারতীয় সুপার লীগে বিদেশি খেলোয়াড় কমানোর প্রস্তাব দিচ্ছেন। সেখানে প্রথম এগারোয় তিনজন এবং স্কোয়াডে মোট পাঁচজন বিদেশি কে রাখার প্রস্তাব দিয়েছিলো ফেডারেশন। এখন সেই ফেডারেশনের এহেন প্রস্তাব হাসির উদ্রেক ঘটাচ্ছে ভারতীয় ফুটবল মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ফুটবলার দের পর্যাপ্ত গেম টাইম দেওয়ার স্বার্থে ফেডারেশনকে বিদেশি বিহীন ডুরান্ড কাপ আয়োজনের প্রস্তাব সেসময় দিয়েছিল মোহনবাগান, যা তখনই নাকচ করে দেওয়া হয়।

আজ এই চিঠি পেয়ে সাথে সাথেই তার প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান। ক্লাব থেকে প্রশ্ন করা হয়েছে যে ফেডারেশন বিদেশি কমানোর কথা বলেছিলো, তারা রাতারাতি কেনো সুপার কাপে বিদেশি সংখ্যা বাড়াতে চাইছে? ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ঘরোয়া প্রতিযোগিতায় প্রথম একাদশে ৭ জন ভারতীয় ফুটবলার খেলানো বাধ্যতামূলক হওয়া উচিত, এ সিদ্ধান্ত তো ফেডারেশনেরই নেওয়া। তাহলে হঠাৎ এই দ্বিচারিতা কেনো? প্রশ্ন উঠছে, বেশ কিছু ক্লাবের ভারতীয় খেলোয়াড়দের মানে কমতি থাকায় তাদের অতিরিক্ত সুবিধা করে দিতেই কি এ ধরনের ভাবনা ফেডারেশনের?
মোহনবাগান জানিয়েছে ভারতীয় সুপার লীগের মতোই সুপার কাপেও  ৪জন বিদেশি প্রথম এগারোয় এবং ৬জন স্কোয়াডে রাখার নিয়ম আনা হয় ফেডারেশনের পক্ষ থেকে।

সম্প্রতি আনোয়ার আলী কান্ডের দ্রুত ফায়সালা চেয়ে ফেডারেশন কে চিঠি দিয়েছে মোহনবাগান, যার সদুত্তর এখনো আসেনি। এর মধ্যেই সুপার কাপ নিয়ে নিজেদের সিদ্বান্ত থেকে ফেডারেশনের পিছপা হওয়া নিয়ে তাদের ওপর চাপ বাড়াচ্ছে মোহনবাগান কর্তৃপক্ষ!
Previous Post Next Post