জিতলেই ছাড়পত্র এএফসি'র, এবারে সুপার কাপে পূর্ণশক্তির দল নামাবে মোহনবাগান
বিগত দুই বছর বিভিন্ন কারণে সুপার কাপে পূর্ণ শক্তির দল নামায়নি মোহনবাগান। ২০২৩এ জাতীয় দলের খেলা থাকায় প্রথম দলের ভারতীয়দের বাদ দিয়েই সুপার কাপে নেমেছিলো বাগান শিবির। গতবার রিজার্ভ দলের ফুটবলার দের সিনিয়র দলে খেলার স্বাদ দিতে প্রায় বিদেশী হীন দল নামিয়েছিলো মোহনবাগান।
তবে, এবারে পরিস্থিতি আলাদা। দীর্ঘদিনের টালবাহানা কাটিয়ে মূলস্রোতে ফিরছে ভারতীয় ফুটবল। শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লীগ। তাই, সুপার কাপ কে তার আগে অনুষ্ঠিত করার ঘোষণা করে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আপাতত সিদ্ধান্ত হয়েছে ১৬ দলের এই টুর্নামেন্টে গ্রুপ এবং নক-আউট ভিত্তিক হবে, যেখানে ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২২ নভেম্বর। আপাতত সিদ্ধান্ত হয়েছে ভারতীয় জাতীয় দলের খেলা এর মধ্যে থাকায় বিরতি দিয়ে ফিফা উইন্ডোর বাইরেই হবে এই টুর্নামেন্ট।
সেই সময়ে এসিএলটু তে খেলা থাকবে মোহনবাগান এবং এফসি গোয়ার। শোনা যাচ্ছে ফেডারেশন থেকে আশ্বাস দেওয়া হয়েছে এসিএলটু'র ম্যাচের তারিখ দেখেই এই দুই ক্লাবের ম্যাচ দেওয়া হবে। তাই, এবারে সুপার কাপ খেলতে আর কোনো আপত্তি জানায় নি মোহনবাগান শিবির।
সুপার কাপের বিজেতা দলের কাছে সুযোগ থাকে এসিএলটু'এর প্লে অফে খেলার, এবং এসিএলটু/এএফসি চ্যালেঞ্জ লীগে খেলার যোগ্যতা অর্জন করার। গতবারে আইএসএল শিরোপা জিতে এসিএলটু খেলার যোগ্যতা অর্জন করেছিলো মোহনবাগান, তবে এবারে আইএসএলের ব্যাপারে নিশ্চয়তা না থাকায় সুপার কাপ কে পাখির চোখ করছে মোহনবাগান।
ক্লাব সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মোহনবাগান পূর্ণ শক্তির দলকেই নথিভুক্ত করবে সুপার কাপের জন্য। দলে থাকবেন ছয় জন বিদেশী এবং সমস্ত ভারতীয় প্লেয়ার। মোহনবাগানের পক্ষ থেকে এই সপ্তাহেই সুপার কাপে খেলার সিদ্ধান্ত ফেডারেশন কে জানিয়ে দেওয়া হবে।