মাঠ সমস্যায় তৈরি করা যাচ্ছেনা মোহনবাগান মহিলা দল, ফ্যান ক্লাব দের মিটিং-এ জানালো ম্যানেজমেন্ট

সদ্য সমাপ্ত মোহনবাগান নির্বাচনের আগে দুই যুযুধান পক্ষ শ্রী সৃঞ্জয় বোস এবং শ্রী দেবাশীষ দত্তের দিক থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো এবারে তারা ক্ষমতায় এলে মোহনবাগানের মহিলা দল ফিরিয়ে আনা তাদের লক্ষ্য থাকবে। ভোটের পর দুই পক্ষই ক্ষমতায় এলেও দেখা মেলেনি মোহনবাগান মহিলা দলের। এই নিয়ে বারংবার প্রশ্ন তুলছেন মোহনবাগান সমর্থকরা।

সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট মিটিং করেছিলেন অফিশিয়াল ফ্যান ক্লাবদের সাথে। সেখানে মোহনবাগানের ১০৩টি ফ্যান ক্লাবের মধ্যে ৮৮টি ফ্যান ক্লাব উপস্থিত ছিলো এই মিটিং-এ। সেখানে এই মহিলা দলের বিষয়ে জানতে চাইলে জানানো হয়েছে মাঠ সমস্যার কথা। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে অনূর্ধ্ব ১৩ বিভাগ থেকে সিনিয়র দল অবধি মোট ৫টি দল আছে মোহনবাগানের, যাদের জন্য খেলার উপযোগী নিজস্ব মাঠ আছে একটিই, মোহনবাগান গ্রাউন্ড। এছাড়া অ-১৩ এবং ১৫ বিভাগের জন্য বাঁশবেড়িয়ায় মাঠ নেওয়া হয়েছে। প্রতি বছর হকি সংস্থা মাঠ অধিগ্রহণ করায় মোহনবাগান কে নতুন করে মাঠ তৈরি করতে হয়। প্রতি বছর প্রায় ২৫-২৬লক্ষ টাকা খরচে মোহনবাগান মাঠ তৈরি করলেও, হকির মরশুমে সেই মাঠ ব্যবহার করতে পারেনা ফুটবল দল, যা একটি বড়ো সমস্যা তৈরি করছে। এর ফলে নিজেদের মাঠ থাকলেও প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে সল্টলেকে মাঠ নিতে হয় মোহনবাগান কে ফি বছর। এছাড়া, এই মুহূর্তে মহিলা ফুটবলের জন্য উপযুক্ত ড্রেসিং রুম সহ মাঠ নেই মোহনবাগানের। মহিলা ফুটবল দলের ব্যবহারের জন্য উপযোগী 'ওয়াশরুম' নেই মোহনবাগানের ড্রেসিং রুমেও। মহিলা ফুটবল দলের জন্য যে ধরনের পরিকাঠামো থাকা দরকার, তার জন্য একটি আলাদা মাঠ থাকা সুবিধাজনক। তাই, এ ধরনের মাঠের সন্ধান না মেলা অবধি মহিলা দল নিয়ে পরিকল্পনা করা যাচ্ছে না - বলে ক্লাব সূত্রে খবর। সূত্র মারফত জানা গেছে সেদিন এই মিটিং'এ উপস্থিত সমস্ত ফ্যান ক্লাব ম্যানেজমেন্টের এই ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছিলেন। ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, বাজেট কোনো ফ্যাক্টর না, কিন্তু, উপযোগী পরিকাঠামো সহ মাঠ না পাওয়া গেলে মহিলা দল নামানো সম্ভব হবে না।

এখানেই প্রশ্ন উঠছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তাদের ওপর। তাঁরা কি জানতেন না, এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে মহিলা দল তৈরির আগে? তা সত্ত্বেও কেনো সব ব্যবস্থা নেওয়ার আগেই ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হলো মহিলা দল আনা হবে? পুরোটাই কি শুধুমাত্র ভোটের আগে দেওয়া এমন একটি প্রতিশ্রুতি, যা কখনোই দিনের আলো দেখবে না, উত্তর পাওয়া যাবে কি? রাজ্যের শাসক দলের সাথে ভালো সম্পর্ক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পরিচালন সমিতির, শাসক দলের পক্ষ থেকে বারবার মহিলা দলের কথা বলা হয়েছে মোহনবাগান কর্মসমিতি কে। মোহনবাগান কর্তারা কি পারেন না, শাসক দলের সাথে বৈঠক করে মহিলা দলের জন্য একটি মাঠের ব্যবস্থা করতে?
এছাড়াও, হকির মরশুমে মোহনবাগান ফুটবল মাঠ অধিগ্রহণের হাত থেকে আটকাতে কি ব্যবস্থা নেবেন অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তারা, চোখ থাকবে সেদিকেও।
Previous Post Next Post