গতবারে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে যাওয়া নিয়ে বিস্তর সমস্যার সম্মুখীন হয় মোহনবাগান; প্লেয়ার এবং স্টাফেরা ইরান যেতে না চাওয়ায়, সেই অনুরোধ কে সম্মান দিয়ে ট্রাক্টর এফসি ম্যাচ স্থানান্তরিত করার দাবি জানিয়ে এএফসি কে চিঠি লেখে ম্যানেজমেন্ট! প্রতুত্তরে মোহনবাগান কে এসিএল টু থেকে বাদ দেওয়ার ঘোষণা করে এএফসি। এহেন পরিস্থিতি রুখতে এবারে গোড়া থেকেই সচেতন মোহনবাগান। আজ ড্র'এর পর সেপাহান এফসির প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন মোহনবাগান টীম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য এবং মোহনবাগান মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী। সেপাহানের পক্ষ থেকে বৈঠকে ছিলেন টীম ম্যানেজার (প্রাক্তন ফুটবলার) আহমেদ জালিল। বৈঠক টি বেশ ফলপ্রসূ হয়েছে বলেই বাগান সূত্রে খবর। সেপাহানের পক্ষ থেকে মোহনবাগান কে আশ্বাস দেওয়া হয়েছে, মোহনবাগানের পক্ষে ইরান যাত্রায় সব ধরনের সহযোগিতা করা হবে এবং যেকোনো সমস্যায় সেপাহানের দিক থেকে পূর্ন সহযোগিতা করা হবে!
ইরানে বিদেশীরা কি যেতে পারবেন? তা নিয়ে বরাবরই উদ্বিগ্ন থাকেন মোহনবাগান সমর্থকরা। ক্লাব সূত্রে খবর, সেপাহানের পক্ষ থেকে এব্যাপারেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে মোহনবাগান কে।
আইএসএল কবে শুরু হবে তা নিয়ে এখনো নিশ্চয়তা নেই, এই সুযোগের সুবিধা নিতে চাইছে মোহনবাগান। সেপাহান কে হারানো কঠিন হলেও জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, অ্যালবার্টো রদ্রিগেজ দের নিয়ে আল-হুসেইন এবং আহাল এফকে'র বিরুদ্ধে পয়েন্ট পাওয়া কেই পাখির চোখ করছে মোহনবাগান। খুব তাড়াতাড়ি'ই শহরে চলে আসবেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশী রবসন রোবিনহো। অন্য দিকে মুম্বাই সিটির মেহতাব সিং কে দলে নেওয়ার ব্যাপারে এখনো চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট! ডুরান্ড কোয়ার্টারে ডার্বির আগে তাই এসিএল টু'র গ্রুপ দেখে বেশ আশাবাদী মোহনবাগান।