ম্যাচ পিছোনোর অনুরোধে কর্নপাত করেনি IFA, আগামিকাল খেলবে না জানিয়ে চিঠি মোহনবাগানের

আগামীকালের কলকাতা লীগ ম্যাচে মেসার্সের বিরুদ্ধে নামছে না মোহনবাগান। ক্লাব সূত্রে খবর, গত ৮ তারিখ মোহনবাগানের পক্ষ থেকে আইএফএ কে চিঠি দিয়ে জানানো হয়, কলকাতা লীগ দলের প্রায় ১৬ জন খেলোয়াড় ডুরান্ডে থাকায় এবং অন্তত ৮-৯ জন প্লেয়ার ডুরান্ডে খেলায়, তাদের পক্ষে এই মুহূর্তে কলকাতা লীগ খেলা সম্ভব নয়, এবং, অনুরোধ করা হয় ম্যাচটি পিছিয়ে দেওয়ার। 

প্রসঙ্গত উল্লেখ্য, ডুরান্ডে খেলার সময় যে চার শর্ত মোহনবাগান রেখেছিলো, তাতে উল্লেখযোগ্য ছিলো ডুরান্ড চলাকালীন যেনো কলকাতা লীগের সাথে তার 'clash' না হয়, কারণ, মোহনবাগান কলকাতা লীগে জুনিয়র দের'ই গেমটাইম দিতে চায়, এবং ডুরান্ডেও বেশ কিছু যুব ফুটবলার কে সুযোগ দিতে আগ্রহী। কলকাতা লীগ দলের করন রাই, পাসাং তামাং, লিওয়ান কাস্তানহা, রোশন সিং, কিয়ান নাসিরি, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, টংসিন, সন্দীপ, দীপ্রভাত, প্রিয়াংশ দুবে, সাহিল ইনামদার, বিলালরা মোহনবাগানের ডুরান্ড দলে আছেন, এবং এদের মধ্যে ৬-৭ জন ডুরান্ডে গেম টাইম'ও পাচ্ছেন! দলের কোচ দেগী কার্দোজো'ও সিনিয়র দলের সাথেই কাজ করছেন ডুরান্ডে! এমতাবস্থায় কলকাতা লীগে বৃষ্টির জন্য যেখানে মাঠ গুলোর অবস্থা ভালো নেই, সেখানে প্লেয়ার দের আঘাত লাগার সম্ভাবনায় কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান ম্যানেজমেন্ট। গত ৮ তারিখ তাই মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে এই দাবি জানিয়ে আইএফএ কে চিঠি দেয় ক্লাব। এর কোনো সদুত্তর না দেওয়া হলেও মোহনবাগানের অনুমতি ছাড়াই ১৩ তারিখে কলকাতা লীগের ম্যাচ ফেলা হয় মেসার্সের বিরুদ্ধে! এতেই ক্ষুব্ধ মোহনবাগান, এবং, গতকাল চিঠি দিয়ে মোহনবাগান জানিয়ে দিয়েছে আগামিকাল মেসার্স ক্লাবের বিরুদ্ধে টীম পাঠাবে না তারা।

কলকাতা লীগে যেখানে দাপিয়ে খেলছে মোহনবাগান যুব দল, সেখানে অন্য একটি কলকাতা ক্লাব সিনিয়র প্লেয়ারদের নামিয়েও সেভাবে সুবিধা করতে পারছে না। মোহনবাগানের গ্রুপ থেকে মোহনবাগান যাতে সুপার সিক্সে না উঠতে পারে, এবং অন্য ক্লাবটি তার ফায়দা নিয়ে আবারো সুপার সিক্সে উঠে যায়, তার জন্যই কি জোর করে মোহনবাগান কে ম্যাচ খেলানোর চেষ্টা? গতবারের কলকাতা লিগের বিজেতা বা তার আগের কলকাতা লিগের রানার্স কারা, তা এখনও জানা না গেলেও একটি ক্লাবকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা মোহনবাগান ভালোভাবে নিচ্ছেনা, তা বলাই বাহুল্য!

অন্য দিকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ডার্বির সম্ভাবনা কমছে। শেষ আটের ম্যাচ খেলতে হয়তো কলকাতার বাইরে যেতে হবে মোহনবাগান কে। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জামশেদপুর এফসি। চূড়ান্ত আপডেট পাওয়া যাবে আজ রাতে।
Previous Post Next Post