বারাকপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল পঞ্চম বর্ষের বস্ত্র বিতরণ শিবির "প্রচেষ্টা ২০২৪"
বারাকপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল পঞ্চম বর্ষের বস্ত্র বিতরণ শিবির "প্রচেষ্টা ২০২৪"।
পঞ্চম বর্ষের বস্ত্র বিতরণ শিবির থেকে ১৫০ জনকে বস্ত্র দান করা হয়, যাদের মধ্যে ছিলেন ১২৫ জন মহিলা এবং ২৫ জন পুরুষ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রী সৃঞ্জয় বসু (প্রাক্তন মোহনবাগান সচিব), শ্রী শিল্টন পাল (প্রাক্তন মোহনবাগান অধিনায়ক), শ্রী সঞ্জয় ঘোষ (প্রাক্তন মোহনবাগান টিম ম্যানেজার), শ্রী প্রভাত হালদার (প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফুটবল কোচ), শ্রী জগদীশ ঘোষ (প্রাক্তন মোহনবাগান ফুটবলার), শ্রী সৌম্য ভট্টাচার্য্য (প্রাক্তন মোহনবাগান ফিজিও)। প্রদীপ প্রজ্জ্বলোনের মাধ্যমে অতিথিরা আমাদের এই কর্মসূচির সূচনা করেন।
বারাকপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিল্টন বলেন, "এরকম একটা কর্মসূচিতে আমরা মোহনবাগান ফ্যামিলি যে উপস্থিত থাকতে পেরেছি এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়।"
এমবিএফটি পরিবারের পক্ষ থেকে বারাকপুর মোহনবাগান ফ্যানস ক্লাবকে জানাই অভিনন্দন এবং শুভকামনা। "প্রচেষ্টা" এগিয়ে চলুক এবং আরো বড় হোক-এই শুভেচ্ছা রইল।