নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ফুটবলে পা ছোয়ানোর পর প্রায় দেড়শ বছর থেকে ভারতীয় ফুটবল দেখেছে নানান উত্থান পতন। বাংলা থেকে ফুটবল ছড়িয়ে পড়েছে — কেরালা, কর্ণাটক, পাঞ্জাব, হায়দরাবাদ, বোম্বে, গোয়া হয়ে সমগ্র ভারতবর্ষে। ভারতবর্ষের ফুটবল সংস্কৃতি বজায় রাখতে তৈরি হয়েছে কিছু ক্লাব যারা সময়ের খাতায় লিখে গেছে তাদের অমর কীর্তি আর ফেলে গেছে কিছু আঁকড়ে রাখা স্মৃতি। লেখক এই বইতে ভারতীয় ফুটবলের এমনই ১১ টি ক্লাবের কথা তুলে ধরেছেন যাদের ছাড়া ভারতীয় ফুটবল অসম্পূর্ণ।
এই বইতে যেমন রয়েছে মোহনবাগানের ১৯১১ শিল্ড জয় থেকে মহামেডান স্পোর্টিং-এর রেকর্ড ৫ বার কলকাতা লিগ জয়; কিংবা ইস্টবেঙ্গলের পঞ্চপাণ্ডব থেকে সোনালী দশক, তেমনই রয়েছে জেসিটি, ডেম্পোর মত একসময়কার সম্মোহন জাগানো ক্লাব থেকে সাত বছর আগে রূপকথা লেখা আইজল কিংবা এগার বছর আগে প্রতিষ্ঠিত বেঙ্গলুরু এফসির বিভিন্ন অজানা কথা, তথ্য। লেখকের কথায়, "এই বইটির প্রতিটি অধ্যায়ে একজন নায়ক আছেন যেই নায়ক একটা দলকে তৈরী করেছেন, তাদের ইন্সপায়ার করেছেন, এবং সেই দলকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে গেছেন।"
লেখক ঋষভ রায় ভারতীয় এবং ইউরোপের ফুটবল নিয়ে গবেষণায় নিযুক্ত এবং FIFA/CIES গ্লোবাল নেটওয়ার্ক দ্বারা স্বীকৃত স্পোর্টস ম্যানেজমেন্টে একটি এক্সিকিউটিভ ডিপ্লোমা প্রোগ্রামে নথিভুক্ত। বই প্রকাশের অনুষ্ঠানটি ভারতীয় ফুটবলের বিকাশ, ভারতের ফুটবলে এবং দেশের সংস্কৃতিতে এই ক্লাবগুলির অবদান সংক্রান্ত আলোচনার মাধ্যমে এগিয়ে চলে। উপস্থিত দর্শকদের সঙ্গে লেখক এবং অতিথিদের কথোপকথন এবং সৌজন্য বিনিময়ের মাধ্যমে এই সুন্দর সন্ধ্যার পরিসমাপ্তি ঘটে।
এই বইটি ভারতীয় ক্লাব ফুটবলের কিংবদন্তিদের এবং যে সমস্ত আবেগপ্রবণ ভক্তরা ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতী শ্রদ্ধাজ্ঞাপন বলে জানান লেখক। তিনি বলেন, "আমি আশা করি এই বইটি গৌরবময় অতীতের স্মারক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যত প্রজন্মকে ভারতীয় ফুটবলের উত্তরাধিকার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।"
টিম MBFT-এর কাছেও এই অনুষ্ঠান এবং এই বইটি একটি মাইলফলক হয়ে থেকে যাবে কারণ এই বইটির লেখক টিম MBFT-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং মেন্টর। ওঁর এই দিনটির শরিক হতে পেরে আমরা গর্বিত এবং অভিভূত। বইটি AMAZON এ পাওয়া যাচ্ছে এবং ই-বুক হিসেবে KOBO এবং GOOGLE BOOKS এ পাওয়া যাচ্ছে। এছাড়া কলেজ স্ট্রিটের অভিযান বুক ক্যাফেতেও থাকছে এই বইটি।
বইটি এখানে কিনতে পারেন :
CLICK HERE - for AMAZON.IN STORE
CLICK HERE - for EXCELLER BOOK STORE
Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!