বাস্তবের মাটিতে পা রেখেই রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের বড়োম্যাচে ৫ গোল মোহনবাগানের !

Pic Courtesy : Ray Sportz


কয়েকদিন আগেই আইএসএল ডার্বিতে একপ্রকার নাকানিচোবানি খাইয়ে লাল হলুদ শিবির কে হারিয়েছে মোহনবাগান। তবে, ম্যাচ জিতলেও আপামর মোহন জনতার আক্ষেপ ছিলো চিরপ্রতিদ্বন্দ্বী দের ৫ গোল না মারা। সেদিন বেঞ্চ থেকে সেই আক্ষেপ নিয়ে নিশ্চয়ই মাঠ ছেড়েছিলেন দীপেন্দু বিশ্বাস।

ফুটবল দেবতা সাহসী দের বারবার সুযোগ দেয়; দীপেন্দু কি জানতেন তাঁর কাছে আবার সুযোগ আসবে এতো তাড়াতাড়ি? তবে, তিনি‌ যে তৈরি ছিলেন, তা বলাই বাহুল্য! 

গতবারে প্রতিশ্রুতিমান পারফর্মেন্স-এর পর, এবারে বাস্তব রায়ের অধীনে আরএফডিএল খেলছে মোহনবাগান। প্রথম ম্যাচ জিতলেও মহামেডানের বিরুদ্ধে ড্র এবং অ্যাডামাসের বিপক্ষে হেরে কিছুটা তাল কেটেছিলো বাগান শিবিরের। 

তবে, গত ম্যাচে ওড়িশা এফসি কে ৭-০ হারিয়ে স্বপ্ন দেখিয়েছিল বাস্তব রায়ের ছেলেরা। তারা তেতে ছিলোই। পরের রাউন্ডে যেতে হলে যে একটা অসাধারণ পারফরম্যান্স দিতে হবে, তা তারা জানতো। আজ ইষ্টবেঙ্গলের বিরুদ্ধে সেই তাগিদ নিয়েই নেমেছিলো মোহনবাগান। ম্যাচের ২৩' এ শিবাজিত সিং-এর গোলে ১-০ এগিয়ে যায় বাগান শিবির। ৪৩' এ আবার ফ্রী কিক পায় মোহনবাগান। এবারে, বাগানের 'মেসি' টাইসন গোল করেন। প্রথমার্ধে ২-০ এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল; এবারে সুহেল; তার হেডারে এগিয়ে যায় বাগান শিবির।‌গ্যালারিতে ভিড় জমানো সমর্থকেরা চ্যান্ট তোলেন 'উই ওয়ান্ট ফাইভ'; ৬৫' এ তাদের কথা রাখতেই আবার গোল করেন সুহেল। ৪-০ এগোনোর পর ৫ গোল দেওয়াটা একটা জেদে পরিনত হয়! 

বড়োদের ডার্বিতে সুযোগ না পাওয়ার আক্ষেপ এবারে মিটিয়ে নেন দীপেন্দু। ম্যাচের ৮২'এ গোল করে সমর্থকদের কথা রাখেন তিনি।

ম্যাচের ফল, ৫-১! 

ম্যাচ শেষে অনন্য নজির রেখে গেলেন বাগান কোচ বাস্তব রায়। ইষ্টবেঙ্গল গোলরক্ষক রনিত সরকার কে কাছে ডেকে সান্ত্বনা দিলেন তিনি; বললেন "লড়াই বাঙালির রক্তে, বাঙালি এভাবে ভেঙে পরেনা"

চিডি এডে, স্নেহাশীষ দের সাথেই মোহনবাগানের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে সুহেল, টাইসন, শিবাজিত দের লড়াই। আজকের জয়ের ফলে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো মোহনবাগান। 

বাস্তব রায় কিছুদিন আগে কথা দিয়েছিলেন, তিনি বাগানের পাইপ লাইন তিনি তৈরি করে দেবেন। যেভাবে তিনি এগিয়ে চলেছেন, তাতে, মোহনবাগান সমর্থকরা আশা করতেই পারেন।


আমাদের MBFT কে ফেসবুকইনস্টাগ্রামট্যুইটারইউটিউবওয়াটসঅ্যাপ  গুগল নিউজে ফলো করুন, মোহনবাগান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য 
Previous Post Next Post