প্রখ্যাত বলিউড মুভি 'কাশ্মীর কি কলি'র 'দিওয়ানা হুয়া বাদল' গানটা তো আমরা অনেকেই শুনেছি। প্রখ্যাত গায়ক মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের গলায় এই গানটা ভারতের সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি গান।
কিন্তু আপনি কি জানেন এই গানটার গীতিকার কে ছিলেন?
শামসুল হুদা বিহারী, কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গ্রাজুয়েট হওয়া এই ভদ্রলোকই ছিলেন এই গানটির স্রষ্টা!
শামসুল হুদা বিহারীর নাম অনেকেই শুনে থাকবেন। কিন্তু, আপনারা কি জানেন, বিহারী খুব অল্প সময়ের জন্য কলকাতায় ফুটবল খেলেছিলেন?
প্রেসিডেন্সি কলেজ থেকে গ্রাজুয়েট হওয়ার পরে বিহারী মোহনবাগানের হয়ে খুব অল্প সময়ের জন্য ফুটবল খেলেছিলেন। তিনি ঠিক কোন সময়টায় আমাদের হয়ে খেলেছেন সেটা জানা যায়নি, তবে অনুমান করা হয় ১৯৩০ এর দশকে কিছু সময় তিনি মোহনবাগানের হয়ে খেলতেন।
বিহারীর যেমন প্যাশন ছিল ফুটবল, তেমনি কবিতা লেখা এবং সংগীত সৃষ্টি করাও তার অন্যতম প্যাশন ছিল। তাই মোহনবাগান দলে সুযোগ পাওয়ার পরেও বিহারী ফুটবল খেলা ছেড়ে দেন এবং পুরোপুরিভাবে সংগীত সৃষ্টিতে মনোনিবেশ করেন।