MBFT EXCLUSIVE: ডার্বিতে অপ্রত্যাশিত হার, বলা যেতে পারে পচা শামুকে পা কেটেই ডুরান্ড কাপ থেকে বিদায় নিতে হয়েছে মোহনবাগান কে। এই হারের পরে যারপরনাই হতাশ মোহনবাগান টীম ম্যানেজমেন্ট এবং কোচ হোসে মোলিনা। তাই, ডার্বি হারের পরদিন থেকেই এশিয়ার জন্য প্রস্তুতি তে নেমে পরেছে মোহনবাগান দল।
সূত্র মারফত খবর, গতকাল টীম ম্যানেজমেন্টের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয় কোচ হোসে মোলিনার। ডার্বিতে কেনো হার, তা নিয়ে আত্মসমীক্ষার পর কোচ মোলিনার লক্ষ্য এখন এশিয়া।
প্রসঙ্গত আগামী ১৬ই সেপ্টেম্বর তুর্কমেনিস্তানের আহাল এফকে দলের বিরুদ্ধে যুবভারতীতে এশিয়া অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান। প্রতিপক্ষ আহাল দলের থেকে ধারেভারে বেশ কিছুটা এগিয়ে থাকবে মোহনবাগান। আহালের দলটি পুরোপুরি তুর্কমেনিস্তানের খেলোয়াড় দের নিয়ে তৈরি। দলে নেই কোনো বিদেশী! সেখানে মোহনবাগান দলে আছেন অ্যালবার্তো রদ্রিগেজের মতো বিদেশী বড়ো চেহারার ডিফেন্ডার, তাকে যোগ্য সঙ্গত দিতে পারেন ইউরোপ এবং অস্ট্রেলিয়ায় খেলে আসা টম অলড্রেড! আক্রমন ভাগে ঝাঁঝ বাড়াতে তিন অজি বিশ্বকাপার আছেন মোহনবাগানে, এছাড়া আক্রমণ কে শক্তিশালী করতে দলে যোগ দেবেন ব্রাজিলের ফ্লুমিনেন্সে খেলা রবসন রোবিনহো!
তুর্কমেনিস্তান জাতীয় দলের বিরুদ্ধে ভারত শেষ খেলেছে ২০১৬ সালে, তবে, সেখানে খুব সুবিধা করছে পারেনি ভারতীয় দল; ম্যাচটি তারা হারে ২-১। তবে তুর্কমেনিস্তান জাতীয় দলের প্লেয়ারের এই মুহূর্তে খেলেন একটিই ক্লাবের হয়ে। আর্কাদাগ, যারা গতবার এএফসি চ্যালেঞ্জ লীগ জিতে হইচই ফেলে দিয়েছিলো এশিয়ায়! তবে আর্কাদাগ ছাড়া তেমন নজরকাড়া পারফরমেন্স তেমন কোনো তুর্কমেনিস্তান দলের নেই আপাতত এশিয়ায়। এই সুযোগের সদ্ব্যবহার করতে উদগ্রীব মোহনবাগান শিবির।
তবে, ম্যাচ প্র্যাকটিসে মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে আহাল। এই মুহূর্তে তুর্কমেনিস্তান লীগে দ্বিতীয় স্থানে আছে এই দল, শীর্ষস্থানীয় আর্কাদাগের থেকে ৩ ম্যাচ কম খেলে ২৩ পয়েন্টে পিছিয়ে আছে তারা। অন্যদিকে দীর্ঘদিন ছুটি কাটিয়ে আগস্ট মাসেই পুরো দল সমেত প্রস্তুতি তে নেমেছে মোহনবাগান! ডুরান্ড ডার্বি হারেও বিশেষজ্ঞরা দায়ী করছেন মোহনবাগানের ম্যাচ ফিটনেস কেই। ভারতের জাতীয় লীগের ভবিষ্যত এখনো অন্ধকারে! এমন অবস্থায় হয়তো কোনো প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেলেই এসিএল টু'তে নামতে হবে মোহনবাগান কে।
সেই কারণেই কোনো ঝুঁকি নিতে নারাজ মোহনবাগান শিবির। তারা জানিয়ে দিয়েছেন কোনো প্লেয়ার কেই আপাতত ছুটি দেওয়া হচ্ছে না। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় জাতীয় দলের ক্যাম্পে ও প্লেয়ার পাঠায়নি মোহনবাগান শিবির। জাতীয় শিবিরে গিয়ে আশিক, মনবীর, আপুইয়া বা হালে অধিনায়ক শুভাশীষ বোসের চোট থেকে শিক্ষা নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাই, তারা ফিফা উইন্ডোর বাইরে খেলোয়াড় ছাড়তে নারাজ।
আপাতত প্রতিদিন খেলোয়াড় দের ফিট করে তুলে এশিয়ার জন্য তৈরি করাই লক্ষ্য কোচ হোসে মোলিনার। গতকাল মিটিং-এ মোলিনা স্পষ্ট করে দিয়েছেন আহাল ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট'ই লক্ষ্য তার। কোচ হোসে মোলিনার জন্য স্বস্তির খবর, খুব তাড়াতাড়ি মূল দলের অনুশীলনে যোগ দেবেন চোট পাওয়া তার দুই সৈনিক মনবীর সিং এবং শুভাশীষ বোস। সূত্রের খবর আগামী ৩-৪ দিনের মধ্যেই পুরো দলের সঙ্গে সিচুয়েশন প্র্যাকটিসে নামতে পারবেন এই দুই খেলোয়াড়।