জুন মাসের ১৫ তারিখে MBFT আপনাদের প্রথমবার জানিয়েছিলো মোহনবাগানে ফিরতে পারেন 'ঘরের ছেলে' কিয়ান নাসিরি গিরি।
অবশেষে আমাদের খবরে শীলমোহর, তিন বছরের চুক্তিতে মোহনবাগানে ফিরতে চলেছেন কলকাতা ডার্বির হ্যাটট্রিক হিরো!
মোহনবাগানের প্রেস বিবৃতি অনুযায়ী:
"এক বছর পর আবার মোহনবাগানের জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে।
জামশিদ নাসিরির পুত্র কিয়ান এর আগে সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন। নতুন চুক্তির পর কিয়ান বললেন, ' ফের কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো।
এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।'
কিয়ানের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি তিন বছরের।"
মোহনবাগানে পুনরায় স্বাগত, কিয়ান!