RFDL-এর জাতীয় পর্যায়ে দুইয়ে দুই মোহনবাগানের | All you need to know about Mohun Bagan in RFDL.

Picture Credits - Reliance Foundation Developmental League Media
 

রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (আরএফডিএল) জাতীয় পর্যায়ে প্রথম দুই ম্যাচ থেকে দুটি জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে থাকল ডেগি কার্ডোজোর মোহনবাগান। দুই শক্ত প্রতিপক্ষ, মুম্বই সিটি এফসি এফং মুথূট ফুটবল অ্যাকাডেমির বিপক্ষে যথাক্রমে ২৪ এবং ২৭ শে মার্চ মুখোমুখি হয়েছিল রাজ, সাহিল, সের্তো, টঙসিনরা। দুই ম্যাচেই তারা ২-১ ফলাফলে জয়ী হয়। দুই ম্যাচেই একটি করে গোল করেন শিবাজিত এবং ভিয়ান।

আরএফডিএল-এর রিজোনাল পর্বে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করার পর জাতীয় পর্যায়ে গ্রুপ B তে জায়গা সুনিশ্চিত করেছিল ডেগি কার্ডোজোর ছেলেরা। জাতীয় পর্যায়ে মোহনবাগানের গ্রুপে মুম্বই এবং মূথুট ফুটবল অ্যাকাডেমি ছাড়া রয়েছে ডেম্পো স্পোর্টস ক্লাব, শ্রীনিধি ডেকান এবং মণিপুরের ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি।


২৪ শে মার্চ নভি মুম্বইয়ে মুম্বই সিটি এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেখানে মোহনবাগানের প্রথম একাদশ ছিল এরকম:
গোলরক্ষক: প্রিয়ন্স দুবে (৯১)
রক্ষণ: রাজ বাসফোর (৩), সাহিল (৪), লেওয়ান (৫৩), আমনদীপ (৩৬)
মাঝমাঠ: পাসাং তামাঙ (৭২), টঙসিন (৮১), শিবাজিত (৬৬), সন্দীপ মালিক (৫৬)
ফরোয়ার্ড: সের্তো (১০), ভিয়ান (৬৩)
নিজের ট্রেডমার্ক ৪-৪-২ ফর্মেশনে দল সাজান ডেগি কার্ডোজো। বহুদিন পর রিজোনাল পর্বে বেশ কিছুটা গেমটাইম পেয়ে নিজের ছন্দে ফিরছিলেন ভিয়ান। তাঁর সঙ্গে আপফ্রন্টে সের্তোকে জুড়ে দিয়ে পাসাং এবং টঙসিনকে উইঙে রেখে নিজেদের মধ্যে জায়গা বদল করে খেলার পরামর্শ দেন ডেগি।


ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ থাকে মোহনবাগান। বিক্ষিপ্তভাবে মুম্বই কিছু আক্রমণের চেষ্টা করলেও তার ক্ষিপ্রতা একেবারেই ছিল না। কখনো টঙসিন-সের্তো, কখনো সন্দীপ-ভিয়ান যুগলবন্দী গোলের কাছাকাছি পৌছে গেলেও মুম্বই গোলরক্ষক আহান প্রকাশের তৎপরতায় গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধের শেষ দিকে বক্সের ঠিক বাইরে টঙসিনকে ফাউল করা হলে ফ্রিকিক পায় মোহনবাগান। সেখান থেকে ডান পায়ের অসাধারণ কার্ভে বল জালে জড়িয়ে দেন শিবাজিত।

দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে মোহনবাগান। একাধিক সুযোগ তৈরী করলেও গোল সংখ্যা যখন বাড়ছিল না, ঠিক তখনই টঙসিনের থেকে বাঁপ্রান্তে বল পেয়ে কিছুটা এগিয়ে ডান পায়ে ক্রস ভাসমান পাসাং তামাঙ। মার্কারকে এড়িয়ে হেডে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করতে ভুল করেননি ভিয়ান বিনয় মুরগাও। ২-০ ফলাফলের পরে কিছুটা আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই। ফলস্বরূপ এক গোল শোধও করে দেয় তারা। বাগান গোলরক্ষক প্রিয়ান্সও কিছু অসাধারণ সেভ করেন। ভিয়ানের আরেকটি হেডার অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন মুম্বই সিটি গোলরক্ষক।

Picture Credits - Reliance Foundation Developmental League Media.


মুম্বই ম্যাচে বিশেষ নজর কাড়েন শিবাজিত, টঙসিন, পাসাং, রাজ, সাহিল, সন্দীপ, প্রিয়ান্স। এই ম্যাচে গোল সংখ্যা আরও বাড়তেই পারত মোহনবাগানের। তবে কিছুটা নিজেদের দোষে আর কিছুটা মুম্বই গোলরক্ষকের তৎপরতায় সেটা আর সম্ভব হয়নি।

মুম্বই সিটিকে হারিয়ে বৃহস্পতিবার মূথুট ফুটবল অ্যাকাডেমির মুখোমুখি হয় শিবাজিতরা। এই ম্যাচে রাজ বাসফোরকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয় উমেরকে। বাকি দল ছিল অপরিবর্তিত। ম্যাচের কুড়ি মিনিটের মাথায় আমনদীপের লঙ বল ধরে বিপক্ষ ডিফেন্ডারের কিছুটা ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন সুযোগসন্ধানী ভিয়ান। মূথুটের ফুটবলাররা মোহনবাগান বক্সে বেশ কিছু ক্রস ভাসালেও প্রিয়ন্স প্রতিক্ষেত্রেই ছিলেন প্রস্তুত। তবে ছন্দপতন ঘটল ৩৩ মিনিটে। মূথুটের এক ফুটবলারকে পেনাল্টি বক্সে ফাউল করে বসলেন উমের মোক্তার। যদিও পেনাল্টির সিদ্ধান্তটা নিয়ে বিতর্ক হতে পারে, তবে খালি চোখে যে সবসময় সঠিকভাবে বোঝা সম্ভব নয়, সেই বিষয়টিও আমাদের মাথায় রাখা প্রয়োজন। পেনাল্টি থেকে ১-১ হয় ফলাফল।


দ্বিতীয়ার্ধের শুরুতে আবার পেনাল্টি। তবে এবার পেনাল্টি পায় মোহনবাগান। আমনদীপকে পেছন থেকে ধাক্কা মারেন মূথুট গোলকিপার। স্পট থেকে গোল করতে ভুল করেননি শিবাজিত। ম্যাচের শেষ পর্যায়ে মূথুট একটু চাপ বাড়ালেও স্কোরলাইনের পরিবর্তন ঘটেনি। এই ম্যাচে নজর কেড়েছেন শিবাজিত, ভিয়ান, সন্দীপ, টঙসিন, পাসাংরা।


প্রথম দুই ম্যাচ থেকে মোহনবাগানের বড় পাওনা ভিয়ানের গোল পাওয়া এবং গোলের কাছে পৌছে যাওয়া, শিবাজিতের সেটপিস, পাসাং তামাঙের গেম সেন্স এবং গতি, টঙসিন-সন্দীপদের ম্যাচিওরিটি, রিজোনাল পর্বে সাধারণ performance-এর পর আমনদীপের নিজেকে খুঁজে পাওয়া, প্রিয়ান্সের কিপিং।

আপাতত দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে গ্রুপ B তে শীর্ষে মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা ডেম্পোর পয়েন্ট দুই ম্যাচ থেকে চার। মূথুট এবং ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি উভয়ের পয়েন্ট তিন।আগামীকাল আমনদীপরা খেলতে নামছে দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া শ্রীনিধি ডেকানের বিপক্ষে। গ্রুপের প্রথম দুই দল ন্যাশনাল চাম্পিয়নশিপে খেলার ছাড়পত্র পাবে। পাঁচ ম্যাচের গ্রুপে পয়েন্ট নষ্ট যেকোনো সময়ে বিপদ ডেকে আনতে পারে। তাই খেলোয়াড়রা যাতে আত্মতুষ্ট না হয়ে পড়েন সেদিকটা সামলানোই মুখ্য চ্যালেঞ্জ ডেগি কার্ডোজোর সামনে।

Follow MBFT on Twitter, Facebook, Instagram, Youtube, Telegram, Whatsapp & Google News to stay updated with all the Mohun Bagan & Indian Football related News & Updates. Jai Hind Jai Bharat! Joy Mohun Bagan!
Previous Post Next Post