প্রয়াত সমর্থক'কে জয় উৎসর্গ জেমি ম্যাকলারেনের
MBFT Exclusive: মহামেডান ম্যাচে নার্সিংহোমে শুয়ে দেখছিলেন এক বৃদ্ধ। শুভাশীষ বোসের গোলের পর তার মৃদুকণ্ঠে 'গোল' উল্লাস বলে দিচ্ছিলো কতটা খুশি তিনি। তাঁর এই ভিডিও পরদিন দাবানলের মতো ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অফিশিয়াল পেজ থেকেও শেয়ার করা হয়, যা গোটা ভারতে ছড়িয়ে পরে।
সমরকুমার চাকি, আজীবন মোহনবাগানী, ভুগছিলেন দূরারোগ্য ব্যাধিতে। মোহনবাগান মিনি ডার্বি তে ৪-০ জয় পাওয়ার দুদিন পরে তিনি আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। জেমি ম্যাকলারেন এই খবর শুনে ব্যাথিত ছিলেন, তিনি সমবেদনা জানান, এবং কথা দেন পুরো দল একসাথে লড়বে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য, এবং তা একটি যথাযথ সম্মান হবে শ্রদ্ধেয় সমর চাকির বিদেহী আত্মার জন্য।
Pic Courtesy - Misra Artistics |
এবং, কথা রেখেছে মোহনবাগান।আজ ঘরের মাঠে আপুইয়া, অলড্রেড কে ছাড়াও হেলায় পাঞ্জাব কে হারালো মোহনবাগান। প্রথমার্ধে খেলা ধরতে না পারলেও দ্বিতীয়ার্ধে ম্যাক্লারেন ম্যাজিক, দীপেন্দুর স্থিরতা এবং লিস্টনের বুদ্ধিমত্তায় ভর করে ৩-০র ব্যবধানে ম্যাচ জিতলো মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট অনেকদিন পর আবার জাত চেনালেন, লড়লেন অ্যালবার্টো; অভিষেক'ও বেশ সপ্রতিভ।
মোটামুটিভাবে, পাঞ্জাব কে ধারে ভারে ট্যাকটিকাল বুদ্ধিমত্তা তেই পরাস্ত করলেন হোসে মোলিনা। ম্যাচ জিতে লীগ শিল্ডের একেবারে কাছে এসে গেলো মোহনবাগান; দিল্লী যাওয়ার ট্রেন এখন স্টেশনের বাইরে সিগন্যালে দাঁড়িয়ে!
ম্যাচ জিতে আদ্যোপান্ত মোহনবাগান সমর্থক সমরকুমার চাকি'কে তা উৎসর্গ করলেন জেমি ম্যাকলারেন। ম্যাচের পর জেমি বলেন "আজকের ২টি গোল এবং জয় আমি প্রয়াত সমরকুমার চাকি কে উৎসর্গ করতে চাই। তাঁর আত্মা শান্তি পাক!"
মোহনবাগান, মায়ের সমান, বাঁচার তাগিদ। মোহনবাগান কে ঘিরেই আমাদের জীবন আবর্তিত হয়; সমরবাবু মৃত্যুশয্যায় যে ভালোবাসা দেখিয়ে গেছেন মোহনবাগানের প্রতি, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে উদ্বুদ্ধ করবে, তা বলাই বাহুল্য!
মোহনবাগান আরোও একবার শিল্ড জয়ের দোরগোড়ায়, ওপর থেকে নিশ্চয়ই নিজের প্রিয় মোহনবাগানের জন্য আজ আবার গলা ফাটাচ্ছেন সমর জেঠু; হয়তো ম্যাক্লারেনের গোলের পর গলা ছিঁড়ে জেঠু বলছেন "গোওওওওওওল"।